ফুলে ফুলে ভরে গেছে শহীদ মিনার

রংপুর, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 02:37:30

লাল-সবুজের বাংলাদেশ যেন আর পিছন ফিরে না যায়। বিশ্বের উন্নত দেশগুলোর মত মর্যাদার সাথে মাথা উঁচু করে দাঁড়াবে ত্রিশ লাখ শহীদের বাংলাদেশ। থাকবে না সোনার বাংলা গড়ার ব্যর্থতা। এমন প্রত্যাশায় সারাদেশের মতো রংপুরেও উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস।

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ আর বিনম্র শ্রদ্ধা-ভালোবাসায় বাংলার স্বাধীনতা অর্জনে জীবন উৎসর্গকারী বীর সন্তানের স্মরণে রংপুরে দিনব্যাপী রয়েছে নানান আয়োজন।

রোববার (১৬ ডিসেম্বর) দিবসের প্রথম প্রহরে রংপুর মহানগরের মডার্ন মোড়ে স্বাধীনতার স্মৃতিস্তম্ভ ‘অর্জন’ এ পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় প্রশাসন, বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জ, মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন।

দিবসের ভোরে অর্জন চত্বরে বিজয় তোপধ্বনি ও এক মিনিটের নীরবতার মধ্য দিয়ে শুরু হয় দিবসের আনুষ্ঠানিকতা। এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার জয়নুল বারী, পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজ দেবদাস ভট্টাচার্য্য, র‌্যাব-১৩ এর অধিনায়ক মোজাম্মেল হক, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ, জেলা প্রশাসক এনামুল হাবীব, পুলিশ সুপার মিজানুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সংস্থা ও সংগঠন প্রতিনিধিরা।

এ সময় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের ঢল নামে সেখানে। এদিকে একই সময়ে কেন্দ্রীয় শহীদ মিনারে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার নেতৃত্বে সিটির কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। পরে মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি, জাসদ, বাসদ, কমিউনিস্ট পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের সহযোগী অঙ্গসংগঠন ছাড়ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, পেশাজীবী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে। বেলা বাড়ার সাথে সাথে শহীদ মিনার ফুলে ফুলে ভরে উঠে। শ্রদ্ধা জানাতে বাড়তে থাকে মানুষের ঢল।

বিজয় দিবস উপলক্ষে সকাল নয়টায় রংপুর স্টেডিয়ামে পুলিশ, আনসার-ভিডিপি, ন্যাশনাল ক্যাডেট কোর, স্কাউট, গার্লস গাইডসহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এছাড়াও রংপুর মহানগরসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল-কলেজ-মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন, আলোচনা সভা, দোয়া মাহফিল, ক্রীড়া ও চিত্রাংকন প্রতিযোগিতাসহ নানা আয়োজনও চলছে।

এ সম্পর্কিত আরও খবর