দুবাই ফেরত যাত্রীর পেটসহ শরীরজুড়ে ৩২টি সোনার বার

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2023-09-01 06:33:46

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে দুবাই ফেরত এক যাত্রীর কাছ থেকে ৩২ টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। ওই যাত্রীর পেট ও শরীরের বিভিন্ন জায়গা থেকে প্রায় পৌনে ৪ কেজি এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইটে আসা যাত্রীর শরীর স্ক্যানিংসহ তল্লাশী চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

আটক মোহাম্মদ জিয়াউদ্দিনের বাড়ি হাটহাজারী উপজেলার এনায়েতপুর এলাকায়।

বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রামের যুগ্ম পরিচালক সাইফুর রহমান।

তিনি বলেন, সকালে গোপন সংবাদের ভিত্তিতে দুবাইফেরত ওই যাত্রীর শরীর তল্লাশী করে প্রথমে ২৩ টি স্বর্ণের বার পাওয়া যায়। পরে তার মলদ্বারে আরও স্বর্ণ থাকতে পারে বলে সন্দেহ হলে তার শরীর স্ক্যানিং করে পেটে আরও কিছু স্বর্ণের বারের অস্তিত্ব পাওয়া যায়। পরবর্তীতে শৌচ কার্যের সাথে মালদ্বার দিয়ে বের হওয়া আরো ৯ টি সোনার বার পাওয়া যায়। উদ্ধার মোট ৩২ টি সোনার বারের ওজন ৩ কেজি ৭৩২ দশমিক ৫ গ্রাম।

এই ঘটনায় পতেঙ্গা থানায় মামলা দায়ের করা হবে। পাশাপাশি জব্দ করা স্বর্ণ নিয়ম অনুযায়ী বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হবে বলে জানান এই গোয়েন্দা কর্মকর্তা।

এ সম্পর্কিত আরও খবর