হজের খরচ কমল, নিবন্ধনের সময় বাড়ল ২৭ মার্চ পর্যন্ত

, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 15:35:16

চলতি বছর সরকারি ও বেসরকারিভাবে হজ পালনে খরচ ১১ হাজার ৭২৫ টাকা কমেছে। অপরদিকে সরকারি ৪৬৭২৫ টাকা কমানো হয়েছে। একই সঙ্গে হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে ২৭ মার্চ পর্যন্ত।

বুধবার (২২ মার্চ) ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় হিজরি ১৪৪৪/২০২৩ সনের হজের জন্য ঘোষিত প্যাকেজে অন্তর্ভুক্ত মিনার ৪টি (A, B, C, D) ক্যাটাগরির সেবার মূল্য বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশের জন্য রাজকীয় সৌদি সরকার কর্তৃক হ্রাস করায় নিবন্ধিত সম্মানিত হজযাত্রীগণ অর্থ ফেরত পাবেন।

সরকারি ব্যবস্থাপনায় যারা ইতোমধ্যে নিবন্ধিত হয়েছেন তাদেরকে হ্রাসকৃত প্যাকেজ মূল্যের অর্থ হজ অফিস, ঢাকা হতে খাবারের মূল্য ফেরত দেয়ার সময় একসাথে ফেরত প্রদান করা হবে। এক্ষেত্রে সম্মানিত হজযাত্রীগণ ৩৫,০০০+১১৭২৫ = ৪৬৭২৫.০০ (ছিচল্লিশ হাজার সাতশত পঁচিশ) টাকা ফেরত পাবেন।

সরকারি ব্যবস্থাপনার ন্যায় বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত হজযাত্রীদের ফেরতযোগ্য জনপ্রতি ৪১৩×২৮.৩৯=১১৭২৫.০০ (এগার হাজার সাতশত পঁচিশ) টাকা নিবন্ধনকারী হজ এজেন্সিকে সম্মানিত হজযাত্রীদের ফেরত প্রদান করার জন্য নির্দেশনা প্রদান করা হলো।

এ সম্পর্কিত আরও খবর