দেশের উন্নয়নে জনগণের ভ্যাটই মূল শক্তি

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-22 18:45:15

জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক নীতি ও আইসিটি সদস্য (গ্রেড-১) মো. ফিরোজ শাহ আলম বলেছেন, ‘দেশে জনগণের আয় বেড়েছে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এখন কর আদায় হচ্ছে। দেশের উন্নয়ন বাড়াতে জনগণের ভ্যাটই মূল শক্তি।’

সোমবার (১০ ডিসেম্বর) দুপুরে রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট আয়োজিত ‘জাতীয় ভ্যাট’ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ফিরোজ শাহ।

রংপুর জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা অনুষ্ঠানে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের রংপুর কমিশনার মোহাম্মদ আহসানুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কর অঞ্চল রংপুরের কর কমিশনার মো. ফজলুর রহমান, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোজতোবা হোসেন রিপন, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের রেজাউল ইসলাম মিলন।

ভ্যাট প্রদানে উদ্বুদ্ধকরণমূলক প্রবন্ধ উপস্থাপন করেন আব্দুল মান্নান সরকার।

অনুষ্ঠানে রংপুর বিভাগের সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ১৭ জনের মধ্যে সেবা, ব্যবসা এবং উৎপাদন ক্যাটাগরিতে সম্মাননা স্মারক ও সনদ বিতরণ করা হয়।

এর আগে সকালে নগরীর কামাল কাছনাস্থ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে ‘ভ্যাট সপ্তাহের’ উদ্বোধন করেন অতিথিরা।

এ সম্পর্কিত আরও খবর