বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল (যশোর) | 2023-08-30 23:46:35

জাতীয় রাজস্ব বোর্ডের লাইসেন্সিং বিধিমালা-২০২০ সংশোধনসহ বিভিন্ন দাবিতে ফেডারেশন অব বাংলাদেশ সিঅ্যান্ডএফ ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের দুই দিনের কর্মবিরতির ডাকে সোমবার সকাল থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে বন্ধ রয়েছে আমদানি-রফতানি বাণিজ্য। তবে এপেথ পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক আছে।

এর আগে, লাইসেন্স বিধিমালা সংশোধনের দাবিতে সংবাদ সম্মেলন ডাক দেয় ফেডারেশন অব বাংলাদেশ সিঅ্যান্ডএফ ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশন।

রফতানি পণ্য বহনকারী ট্রাক চালক আব্দুর রহিম জানান, কর্মবিরতির কারণে বেনাপোল বন্দরে প্রায় শতাধিক ট্রাক জরুরি রফতানি পণ্য নিয়ে ভারতে প্রবেশের অপেক্ষায় আটকা পড়েছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দীন জানান, লাইসেন্সিং বিধিমালা-২০২০ সংশোধনের জন্য কর্তৃপক্ষকে একাধিকবার অনুরোধ জানালেও তারা আমলে নেয়নি। অ্যাসোসিয়েশনের সবার মতামত নিয়ে যৌক্তিক দাবি আদায়ে এই কর্মবিরতির ডাক দেয়া হয়েছে। বেনাপোল কাস্টমসের সামনে সিঅ্যান্ডএফ সদস্যরা অবস্থান নিয়ে শান্তিপূর্ণ পরিবেশে ব্যবসায়ীরা এ কর্মবিরতি পালন করছে। বেনাপোল ছাড়াও দেশের সবকটি বন্দরে এ কর্মবিরতি চলছে।

এদিকে দুই দিনের এ কর্মবিরতিতে সরকারের প্রায় ৬০ কোটি টাকা রাজস্ব আয় বঞ্চিত হবে ধারণা করছেন সাধারণ ব্যবসায়ীরা। এছাড়া আমদানি-রফতানি বন্ধ থাকায় ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন। দ্রুত সমাধানের মাধ্যমে বাণিজ্য সচলের আহবান জানান তারা।

এ সম্পর্কিত আরও খবর