দেশে আর একজনও রোহিঙ্গা প্রবেশ নয়: পররাষ্ট্রমন্ত্রী

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 23:57:04

বাংলাদেশে আর একজনও রোহিঙ্গা প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, সম্প্রতি যারা দেশে প্রবেশ করেছে, তাদের বের করে দেওয়া হবে।

শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ-৩ ইউনিট উদ্বোধন শেষে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, সরকার সিলেটবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আন্তরিকভাবে কাজ করছে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউ-৩ ইউনিট এ অঞ্চলের মানুষের বিশেষ করে মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে মূল্যবান অবদান রাখবে।

হাসপাতালের চাপ কমাতে ও সিলেটবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে ওসমানীর দ্বিতীয় শাখার কাজ দ্রুত শুরুর তাগিদ দেন মন্ত্রী। এ জন্য তিনি জমি অধিগ্রহণের কাজ শুরুর নির্দেশনা দেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওসমানী মেডিকেলের ‍দ্বিতীয় শাখা চালু হলে সিলেটবাসীকে বিদেশে চিকিৎসার জন্য যেতে হবে না। এতে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি জীবনও অনেক সুরক্ষিত হবে।

এ সময় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, ওসমানী হাসপাতালের পরিচালকসহ অনেকেই উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর