দেশে কোনো খাদ্য ঘাটতি নেই: সাধন চন্দ্র মজুমদার

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 06:11:48

দেশে বর্তমানে কোনো খাদ্য ঘাটতি নেই বলে সংসদকে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, চলতি অর্থবছরেও দেশে খাদ্য ঘাটতির আশঙ্কাও নেই।

বুধবার (২৫ জানুয়ারি) সরকারি দলের আবুল কালাম আজাদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, গত অর্থবছরে ৩৮০ দশমিক ৪৮ লাখ মেট্রিক টন চাল ও ১০ দশমিক ৮২ লাখ মেট্রিক টন গমসহ ৩৯১ দশমিক ৩০ লাখ খাদ্যশস্য উৎপাদিত হয়েছে।

সরকারি দলের এম আব্দুল লতিফের অপর এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশের ১৮৩টি তৈরি পোশাক কারখানা ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) থেকে সবুজ কারাখানার স্বীকৃতি পেয়েছে।

এ সম্পর্কিত আরও খবর