মিরপুর চিড়িয়াখানায় দুদকের অভিযান

, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 12:47:47

মিরপুর জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে একই টিকিট দুইজনের নিকট বিক্রির অভিযোগ ও রাজস্ব ফাঁকি দিচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৫ জানুয়ারি ) এ অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকালে টিম ছদ্মবেশে টিকেট ক্রয় করে। এক্ষেত্রে টিমের কাছে একই টিকেট দুইজনের নিকট বিক্রির অভিযোগের সত্যতা প্রতীয়মান হয় নি। চিড়িয়াখানার পরিচালক এর সাথে কথা বলে জানা যায় একই টিকেট দুই জনের কাছে বিক্রির ব্যাপারটি তাদের দৃষ্টিগোচর হলে উনারা তাৎক্ষণিক ব্যবস্থা নেন।

কর্তৃপক্ষের নিকট হতে বিগত বছরগুলোর টিকিট বিক্রি সংক্রান্ত টেন্ডারের বিজ্ঞপ্তি, মূল্যায়ন পত্র ও তৎসংশ্লিষ্ট অন্যান্য রেকর্ডপত্র সংগ্রহ করে দুদকের এনফোর্সমেন্টের সদস্যরা।

এ সম্পর্কিত আরও খবর