ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবসে রঙিন হল স্কুল প্রাচীর

কুমিল্লা, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪ | 2023-08-31 03:03:44

৮ ডিসেম্বর, ব্রাহ্মণবাড়িয়া সদর ও সরাইল উপজেলা মুক্ত দিবস। প্রতি বছরের মত এবারও ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস উপলক্ষে জেলার শহরের খ্রিস্টিয়ান মিশন প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর রঙিন করেছে ‘আমরাই ব্রাহ্মণবাড়িয়া’ নামের এক স্বেচ্ছাসেবী সংগঠন।

শনিবার (৮ ডিসেম্বর) সকাল ৮টা ৮ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠনটি শহরের ফারুকি পার্কে স্মৃতিসৌধে ফুল দিয়ে তাদের কর্মসূচীর শুভ সূচনা করেন।

পাশাপাশি শহরের খ্রিস্টিয়ান মিশন প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীরের ব্লকে মুক্তিযুদ্ধ ও ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাসের ছবি এঁকে রঙিন করছে সংগঠনটি।

‘আমরাই ব্রাহ্মণবাড়িয়া’ সংগঠনের প্রতিষ্ঠাতা বিবর্ধন রায় ইমনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, খ্রিস্টিয়ান মিশন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেলি নিরুপমা কর্মকার, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, সংবাদকর্মী রাজিব নূর, ফিফা বিশ্বকাপে দায়িত্ব পালনকারী চিকিৎসক মতিন, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান, সূর্যমুখী কিন্ডার গার্ডেনের অধ্যক্ষ সলমা বারী, চলচ্চিত্র অভিনেতা রোশান, জাতীয় টেনিস দল (অনূর্ধ্ব-১৪) এর খেলোয়াড় মাশফিয়া আফরিন প্রমুখ।

সভায় বক্তারা ‘আমরাই ব্রাহ্মণবাড়িয়া’ সংগঠনের রঙিন হবে আমাদের স্কুল কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, 'দেয়ালে ছবি এঁকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকেই চিত্রায়িত করা হয়েছে। এতে করে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হবে।'

এ সম্পর্কিত আরও খবর