ম্যাগনেটিক পিলার বিক্রির নামে প্রতারণা, নারী গ্রেফতার

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুড়িগ্রাম | 2023-08-30 16:22:26

কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটায় ম্যাগনেটিক পিলারের নামে সিমেন্টের তৈরি সীমানা পিলার দিয়ে প্রতারণার অভিযোগে বেলি বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় সিমেন্টের তৈরি সীমানা পিলার, খেলনা পিস্তল ও ছুরি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় ওই নারী গ্রেফতারের পর রবিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। কচাকাটা থানার অফিসার ইন চার্জ (ওসি) গোলাম মর্তুজা এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার বেলি বেগম কচাকাটার সতিপুর গ্রামের মোঃ নজরুল ইসলামের স্ত্রী।

পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, চট্টগ্রামে গার্মেন্টসে চাকরির সুবাদে ওই এলাকার যুবক আলী আশরাফের (২৫) সাথে নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার সতিপুর এলাকার আপেল (২৭) নামের এক যুবকের পরিচয় হয়। পরে আপেল কুড়িগ্রামে নিজ বাড়িতে এসে মুঠোফোনে আলী আশরাফকে জানায় যে তার মামি বেলি বেগমের কাছে ম্যাগনেটিক সীমানা পিলার রয়েছে। যার মূল্য কয়েক লক্ষ টাকা। পিলারটি আলী আশরাফের কাছে বিক্রির প্রলোভন দেখিয়ে তাকে কুড়িগ্রামে নিজ বাড়িতে নিয়ে আসেন আপেল। এরপর তাকে কালো টেপ দিয়ে মোড়ানো সিমেন্টের সীমানা পিলার দেখিয়ে সেটি ম্যাগনেটিক পিলার দাবি করে আলী আশরাফের কাছে টাকা দাবি করেন আপেল ও তার পাতানো মামি বেলি বেগমসহ কয়েকজন। এতে আলী আশরাফ অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে একটি খেলনা পিস্তল দেখিয়ে হত্যার হুমকি দিয়ে মারপিট করে এবং আলী আশরাফ অপহরণ করতে এসেছে বলে ওই নারী চিৎকার করতে থাকেন।

এ সময় ভুক্তভোগী আলী আশরাফ জীবন বাঁচার তাগিদে দৌঁড়ে পালিয়ে পাশের একটি ধান খেতে লুকিয়ে পরেন। পরে স্থানীয়রা তাকে ধরলে তিনি ঘটনার বিস্তারিত জানিয়ে পুলিশি সহায়তা চান। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে আলী আশরাফের অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই নারীকে গ্রেফতার করে এবং উল্লেখিত আলামত উদ্ধার করে। ঘটনার পর আপেল নামের অপর যুবক তার সঙ্গীরাসহ পালিয়ে যায়।

ওসি গোলাম মর্তুজা বলেন, ভুক্তভোগীর অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় প্রতারণার অভিযোগে বেলি বেগমকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এ সম্পর্কিত আরও খবর