আশুগঞ্জে নৌযান শ্রমিকদের কর্মবিরতি, বিপাকে যাত্রীরা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ব্রাহ্মণবাড়িয়া | 2023-08-27 18:55:09

নূন্যতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণসহ ১০ দফা দাবিতে কর্মবিরতি পালন করছে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ নৌযান শ্রমিকরা।

শনিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১২টা থেকে অনির্দিষ্টকালের জন্য নৌযান শ্রমিকদের কর্মবিরতি চলছে। নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদের উদ্যোগে সারাদেশের সাথে একযোগে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দরে শ্রমিকরা এই কর্মবিরতি শুরু করেন।

কর্মবিরতির কারণে আশুগঞ্জ ফেরিঘাট জাহাজ থেকে পণ্য ওঠা নামা বন্ধ রয়েছে। পাশাপাশি আশুগঞ্জ থেকে সকল নৌযান চলাচল বন্ধ রয়েছে। যার কারণে বিপাকে পড়েছে এই পথে চলাচলকারী যাত্রীরা।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন এর কেন্দ্রীয় কমিটির কোষাধক্ষ্য হাবিবুল্লাহ বাহার মাস্টার বলেন, শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ১০ দফা দাবি সরকারের সংশ্লিষ্ট দফতরে উত্থাপন হওয়ার পর মালিক-সরকার-শ্রমিকদের ত্রিপক্ষীয় একটি সভা গত ১৩ অক্টোবর অনুষ্ঠিত হলেও পরবর্তীতে আর কোনও উদ্যোগ নেয়া হচ্ছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আমাদের নৌ-শ্রমিকদের জীবনধারণ কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু মজুরি কাঠামোর বিষয়টা সরকার ও সংশ্লিষ্টদের কারও বিবেচনায় নেই। তাই কেন্দ্রীয় কমিটির নির্দেশে আমরা কর্মবিরতি পালন করছি। আমাদের ১০ দফা দাবি না মানা পর্যন্ত আমাদের এই কর্মবিরতি চলবে।

এ সম্পর্কিত আরও খবর