টাকা ফেরত দেয়ার কথা বলে ব্যবসায়ীকে খুন

খুলনা, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-03-05 13:49:34

যশোরের শার্শায় জাহিদুল ইসলাম জাহিদ (৩২) নামে এক সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার নাভারন কাজীরবেড় গ্রামের কলাবাগান থেকে পুলিশ তার বস্তাবন্দী লাশ উদ্ধার করে।

নিহত জাহিদুল ইসলাম জাহিদ বেনাপোল বন্দর থানার নারায়ণপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ৬ জনকে আটক করেছে।

স্থানীয় সূত্র জানায়, জাহিদুল ইসলাম বিদেশ যাওয়ার জন্য ৭ লাখ টাকা দেন নাভারন কাজীর বেড় গ্রামের ঝড়ু দালালের স্ত্রী বিউটি খাতুনকে। কিন্তু বিদেশ না পাঠিয়ে টালবাহানা শুরু করে বিউটি। গতকাল বুধবার টাকা ফেরত দেয়ার কথা বলে বিউটি তাকে বাড়িতে ডেকে নেন। এরপর জাহিদকে ঘরে আটকে রেখে ভাড়াটে কিলার দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ বস্তায় ভরে পাশের একটি কলাবাগানে ফেলে দেন।

এদিকে জাহিদের বাড়ির লোকজন তাকে খোঁজ করতে করতে একপর্যায়ে বিউটির বাসায় আসে। তবে বিউটির বাসা থেকে বলা হয় জাহিদ সেখানে যাননি। পরে বিষয়টি শার্শা থানা পুলিশকে জানানো হলে বিউটিকে জিজ্ঞাসাবাদ করলে জানতে পারে জাহিদকে খুন করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান জানান, জাহিদকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর