নড়াইলে ধানকাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ২

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 14:20:11

নড়াইলের নড়াগাতিকে ধানকাটাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে ২ জন নিহত এবং ১০ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সকালে কান্দুরী গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্নস্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করেছে।

পুলিশ জানায়, নড়াইলের নড়াগাতি থানার কান্দুরী গ্রামে ধানকাটাকে কেন্দ্র করে ইমান আলী এবং ইলিয়াস মেম্বর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই ইমান আলী নিহত (৩৫) হয়। অপর জন রুকু মোল্যা (৩০) কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায়। দুজনের বাড়িই কান্দুরী গ্রামে।

নড়াগাতি থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম দুইপক্ষের সংষর্ঘে নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতরা হলেন, কলাবাড়িয়া ইউনিয়নের কান্দুরী গ্রামের ছহম উদ্দিনের ছেলে রুকু মোল্যা (৩০) ও সাদেক মোল্যার ছেলে মোঃ ইমান আলী (৩৫)।

তিনি আরও বলেন, ইলিয়াস উদ্দিন মেম্বর এর লোকজন ইমান আলী গ্রুপের রুকু মোল্যা ও ইমান আলীকে কুপিয়ে হত্যা করে।

পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, নড়াগাতি থানার কান্দুরী গ্রামের বিলের মধ্যে বৃহস্পতিবার সকালে ধানকাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয় এতে ২জন নিহত। এঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান পুলিশ সুপার।

এ সম্পর্কিত আরও খবর