ভোলায় ৩৬ ঘণ্টা পর যাত্রীবাহী বাস চলাচল স্বাভাবিক

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ভোলা | 2023-08-23 06:17:15

ভোলায় ৩৬ ঘণ্টা বন্ধ থাকার পর যাত্রীবাহী সকল ধরনের বাস চলাচল স্বাভাবিক হয়েছে। সড়কে বিভিন্ন ধরনের অবৈধ যানবাহন বন্ধের দাবিতে ভোলায় গত বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাত ১২ টা থেকে বাস চলাচল বন্ধ ছিলো।

শনিবার (৫ নভেম্বর) দুপুর ১২ টায় ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড থেকে ভোলার দৌলতখান ও চরফ্যাশনসহ

অন্যান্য এলাকার উদ্দেশ্যে যাত্রীবাহী বাস গুলো ছেড়ে গেছে। এতে করে এসব রুটে চলাচলকারী যাত্রীরা দীর্ঘ ভোগান্তির পর স্বস্তি ফিরে পেয়েছে।

ভোলার বাসস্ট্যান্ডে বাস যাত্রী জান্নাতুল ফেরদাউস জানান, আজ সকালে সে তার অসুস্থ মাকে নিয়ে লালমোহন থেকে সদর উপজেলায় এসেছিলেন ডাক্তার দেখানোর উদ্দেশ্যে। ওই সময় রাস্তায় কোন বাস না থাকায় বাড়তি ভাড়া দিয়ে রিকশায় করে আসতে হয়েছে। পথে অনেক ভোগান্তির শিকার হয়েছেন। এখন চিকিৎসা শেষে মাকে নিয়ে বাসে করে খুব সহজে ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছেন।

ভোলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল কালাম জানিয়েছেন, সড়কে বিভিন্ন ধরনের অবৈধ যানবাহন বন্ধের দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলো। তারই অংশ হিসেবে দুই দিন তারা বাস বন্ধ রেখেছে। যাত্রীদের ভোগান্তি লাগবের জন্য আজ দুপুর থেকে স্বাভাবিকভাবে বাস চালানো শুরু করেছে।

এ সম্পর্কিত আরও খবর