সাজা শেষে মিয়ানমার থেকে ফিরছে ১৭ বাংলাদেশি

বিবিধ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-29 17:30:03

অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে দীর্ঘদিন সাজা শেষে মিয়ানমার থেকে দেশে ফিরছে ১৭ বাংলাদেশি।

আগামীকাল বুধবার (৫ ডিসেম্বর) তারা কক্সবাজারের টেকনাফ জেটিঘাট দিয়ে তারা বাংলাদেশে ফিরবে।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে বার্তা ২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফস্থ ২ বিজিরি অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামান চৌধুরী।

লে. কর্নেল আসাদুজ্জামান চৌধুরী বার্তা২৪-কে জানান, ‘অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তারা দীর্ঘদিন মিয়ানমারে কারাবন্দী ছিল। আজ তাদের সাজার মেয়াদ শেষ হয়েছে। বুধবার পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফিরিয়ে আনা হচ্ছে।’

তবে তারা কতদিন সাজাভোগ করেছে তা তিনি জানাতে পারেনি বলেও জানান।

এদিকে বুধবার মিয়ানমারের মংডুতে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে বাংলাদেশের পক্ষে লে. কর্নেল আসাদুজ্জামান চৌধুরীর নেতৃত্বে থাকবে ১৩ সদস্যের প্রতিনিধি ও মিয়ানমারের পক্ষে ইমিগ্রেশন এন্ড ন্যাশনাল রেজিষ্টেশন ডিপার্টমেন্টের কর্মকর্তা হাটাইন লাইন।

এ সম্পর্কিত আরও খবর