চাঁদা না দেওয়ায় ট্রলারে আগুন দিল দুর্বৃত্তরা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ | 2023-08-26 05:33:05

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মা নদীতে চাঁদা না দেওয়ায় পাটখড়ি বোঝাই একটি ট্রলারে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় পদ্মা নদীতে এই ঘটনা ঘটেছে।

আগুন লাগা ট্রলারটি রাজবাড়ী থেকে নারায়ণগঞ্জের একটি পারটেক্স মিলে মালামাল (পাটখরি) নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে হরিরামপুর উপজেলার পদ্মা নদীর বাহাদুরপুর এলাকায় পৌঁছালে অন্য একটি ট্রলারে কয়েকজন লোক এসে তিন হাজার টাকা দাবি করেন।

পরে তাঁদের আড়াই হাজার টাকা দিতে রাজিও হয়েছিল পাটখরি বোঝাই ট্রলারের লোকজন। কিন্তু চাঁদা দাবি করা ট্রলারে থাকা দুর্বৃত্তরা পুরো টাকা না দেওয়ায় ওই ট্রলারে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। ট্রলারে আগুন লাগতে দেখে নদী পাড়ের স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ট্রলারের আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন লাগা ট্রলারে থাকা রাজবাড়ী জেলার পাংশা থানার আবাসপুর গ্রামের সুমন জানান, সকাল আনুমানিক সাড়ে নয়টায় অন্য আরেকটি ট্রলারে করে কয়েক এসে আমাদের কাছে তিন হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দেওয়ায় ট্রলারে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে আমাদের অনেক টাকার ক্ষতি হয়েছে।

এবিষয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুল ইসলাম জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

এ সম্পর্কিত আরও খবর