ইজতেমা নিয়ে ষড়যন্ত্রকারীদের কঠোর শাস্তির দাবী

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-07-13 04:52:47

বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে তাবলিগ জামাতের সংঘর্ষের ঘটনায় ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়েছেন হেফাজতে ইসলামের নেতারা।

পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে সোমবার (৩ ডিসেম্বর) দুপুর বেলা ১২টায় হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে পাঁচ দফা দাবির পেশ করা হয়। ওই সব দাবির অন্যতম হলো- ইজতেমার মাঠে হামলার দায়ে দোষীদের আইনের আওতায় আনা, আহত-নিহতের ক্ষতিপূরণ দেওয়া, ইজতেমার মাঠ আলেমদের তত্ত্বাবধানে দিয়ে দেওয়া।

এ সময় উপস্থিত ছিলেন হেফাজত ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানি, হেফাজতের হাটহাজারী পৌর শাখার সভাপতি মাওলানা মীর ইদরিস, মাওলানা মুফতি শিহাবুদ্দিন, মাওলানা জাহাঙ্গীর মেহেদী ও মাওলানা জাফর আলম প্রমুখ।

বিকেলে হাটহাজারী ওলামা পরিষদের আয়োজনে ইজতেমা মাঠ নিয়ে ষড়যন্ত্রকারী এবং সাদ অনুসারীদের শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হওয়ার কথা রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর