জোয়ারের পানিতে প্লাবিত লক্ষ্মীপুরের মেঘনার উপকূল

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লক্ষ্মীপুর | 2023-08-20 01:54:24

জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে লক্ষ্মীপুরের মেঘনা নদীর উপকূলীয় এলাকা। পূর্ণিমা এবং বঙ্গোপসাগরে সৃষ্ট নিন্মচাপের প্রভাবে নদীতে স্বভাবিকের চেয়ে পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে।

শুক্রবার (১২ আগস্ট) দুপুর ৩ টার দিকে নদীতে জোয়ার শুরু হলে উপকূলীয় এলাকাগুলোতে পানি ঢুকতে শুরু করে। গত বুধবার থেকে প্রতিদিন জোয়ারের পানিতে উপকূল প্লাবিত হচ্ছে। প্রতিদিনই দুপুর থেকে জোয়ারের পানিতে প্লাবিত হওয়ার কয়েক ঘণ্টা পর আবার পানি নামতে থাকে। এ পরিস্থিতিতে জেলার কমলনগর ও রামগতি উপজেলার কয়েকলক্ষ উপকূলবাসী ব্যাপক ক্ষতির কবলে রয়েছেন।

উপকূলের বাসিন্দারা জানান, বুধবারের (১০ আগস্ট) জোয়ারের পানির চেয়ে বৃহস্পতিবার ও শুক্রবার জোয়ারের পানির পরিমাণ বেশি ছিল। ফলে বিভিন্ন এলাকা প্লাবিত হওয়াসহ বসত বাড়ি এবং বসত ঘরে পানি উঠে পড়ে।

ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের অভিযোগ, বাঁধ নির্মাণ না হওয়ায় জেলার রামগতি ও কমলনগর উপজেলার মেঘনা তীরবর্তী অন্ততঃ ৯ টি ইউনিয়ন অরক্ষিত হয়ে আছে। বাঁধ নির্মাণের কাজে ধীরগতি হওয়ায় বার বার তাদেরকে জোয়ারের পানিতে ডুবতে হচ্ছে। এতে নদী ভাঙাসহ ব্যাপক ক্ষতির শিকার হতে হচ্ছে উপকূলীয় বাসিন্দাদের। দ্রুত বাঁধ নির্মাণ কাজ সম্পন্ন করার দাবি তাদের।

লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদ জানিয়েছেন, প্রতি অমাবস্যা এবং পূর্ণিমার জোয়ারে মেঘনা নদীতে স্বাভাবিকের চেয়ে দুই থেকে আড়াই ফুট পানি বৃদ্ধি পায়। এখন পূর্ণিমা এবং বঙ্গোপসাগরে প্রাকৃতিক দুর্যোগের সংকেত থাকায় জোয়ারের অতিরিক্ত পানি উপকূলে উঠে পড়েছে। আগামী ১৫ তারিখ পর্যন্ত এ অবস্থা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর