১০ টাকা দরে চাল, কার্ড নবায়নে ৫০০ টাকা নেওয়ার অভিযোগ

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নীলফামারী | 2023-09-01 21:35:05

নীলফামারী জলঢাকায় ডাউয়াবাড়ি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম মুকুলের বিরুদ্ধে ১০ টাকা কেজি দরে চালের কার্ড নবায়ন করার জন্য কার্ড প্রতি ৫০০ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে জলঢাকা উপজেলা নির্বাহী অফিসারকে এই অভিযোগ জানাতে উপজেলা চত্বরে আসেন ডাউয়াবাড়ি ইউনিয়নের শতাধিক কার্ডধারী ভুক্তভোগী।

জানা যায়, ২০১৮ সাল থেকে বাংলাদেশ সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫০ লাখ মানুষের মধ্যে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হচ্ছিল। সাবেক চেয়ারম্যানের অবদানে ডাওয়াবাড়ি ইউনিয়নের শতাধিক মানুষ এসেছিল সরকারের সেই কর্মসূচির আওতায়। তবে সেই কার্ড নবায়নের জন্য গেলে করলে বর্তমান চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম (মুকুল) জন প্রতি ৫০০ টাকা দাবি করেন। এতে ভুক্তভোগীরা দিতে রাজি না হলে বাতিল করার কথা বলে। তাতে ক্ষিপ্ত হয়ে প্রায় শতাধিক ভুক্তভোগী নারী পুরুষ জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার মাহাবুব হাসানের কাছে আসে অভিযোগ জানাতে।

ডাওয়াবাড়ি নেকবক্ত এলাকার ভুক্তভোগী শরিফা খাতুন বলেন, চেয়ারম্যান আমাদের ফ্রি কার্ড করি দিছে। তা হামা ৫ বছর থাকি খাইনো। এখন এয় নয়া চেয়ারম্যান আসি ৫০০ টাকা করি চায়। নইলে বেলে কার্ড বাতিল হইবে। হামা ৫০০ টাকা কোটে পাই।

ষাটোর্ধ্ব মোয়াজ্জেম আলী বলেন, খোকন কার্ড আগোত হামাক ফ্রি করি দেল আগের চেয়ারম্যান। মুকুল আসি ৫০০ করি টাকা চায়।

৮ নং ওয়ার্ডের মনোয়ারা বেগম বলেন, কার্ড নবায়ন করার জন্য কম্পিউটার অপেরাটর মৃনালের কাছে গেলে সে বলে মেম্বাররের অনুমতি লাগবে। নইলে কার্ড হবে না।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম মুকুলের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন ধরেননি।

উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সাথে ফোনে একাধিক বার কল দিলে তিনি ফোন রিসিভ করেননি।

এ সম্পর্কিত আরও খবর