হালদায় ভেসে উঠল ১১ কেজি ওজনের মৃত কাতলা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2023-08-28 02:41:15

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে আবারও ভেসে উঠল মৃত কাতলা মাছ। কাতলাটির ওজন ১০ কেজি ৭০০ গ্রাম।

বুধবার (১০ আগস্ট) সকালে হালদা নদীর রাউজান অংশের সোনাই মুখ স্লুইস গেট এলাকার শাখা খালে ভেসে উঠে কাতলাটি। পরে স্থানীয়রা দেখতে পেয়ে খাল থেকে কাতলাটি পাড়ে নিয়ে আসে।

স্থানীয়রা জানান, মৃত কাতলাটির গায়ে পঁচন ধরেছে। তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শে মাটি চাপা দেয়া হয়েছে।

হালদা নদীর প্রবীণ ডিম সংগ্রহকারী মো. কামাল সওদাগর বলেন, কাতলাটি ভাসতে দেখে ইউএনওকে খবর দেই। তিনি পাড়ে তুলে আনতে বলেন। পরে মাছটি পঁচে যাওয়ায় মাটি চাপা দিতে বলেন।

হালদা গবেষক ড. মো. শফিকুল ইসলাম বার্তা২৪.কম-কে বলেন, আজ সকালে প্রায় ১১ কেজি ওজনের একটি মৃত কাতলা মাছ পাওয়া গেছে। মাছটি পঁচে গিয়ে একটি চোখ ভেতরে ডুকে যায়।

ধারণা করছি মাছটি কয়েকদিন আগে মারা যায়। অবৈধভাবে ব্যবহৃত জাল বা বড়শিতে আটকে মাছটির মারা যেতে পারে। এভাবে মা মাছের মৃত্যু হালদা বাস্তুতন্ত্রের জন্য অশনিসংকেত বলেন এই হালদা গবেষক।

এ সম্পর্কিত আরও খবর