জ্বালানি তেলের দাম বৃদ্ধি: বেনাপোল বন্দরে বাণিজ্য-ভ্রমণে বিরূপ প্রভাব

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল (যশোর) | 2023-09-01 06:16:36

দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বেনাপোল বন্দরে বাণিজ্যে পড়েছে বিরূপ প্রভাব। অতিরিক্ত ভাড়ার কারণে বন্দর থেকে কমেছে পণ্য খালাস। বেনাপোল থেকে ঢাকা ট্রাক ভাড়া বেড়েছে ৫ হাজার টাকা পর্যন্ত। এতে পণ্যের দামও বাড়তে শুরু করেছে। এদিকে বাস ভাড়া ইচ্ছেমতো আদায় করছে পরিবহন ব্যবসায়ীরা। বাস ভাড়া বাড়ায় যাত্রীর সংখ্যাও কমেছে।

দ্রুত এ পরিস্থিতি কাটিয়ে স্বস্তি ফেরাতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এমন প্রত্যাশা মানুষের। এদিকে পরিবহন ব্যবসায়ীরা বলছেন তেলের মূল্য কমলে আবারও বর্ধিত ভাড়া কমে আসবে।

রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধের কারণে বিশ্বে তেলের বাজারে অস্তিরতা দেখা দিয়েছে। আমদানি নির্ভর বিভিন্ন দেশে বাড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি সামলাতে গত শুক্রবার দেশে জ্বালানি তেলের দাম বেড়েছে ডিজেল ও কেরোসিনে ৩৪ টাকা। পেট্রোল ৪৪ টাকা ও অকটেন বেড়ে দাঁড়ায় ৪৬ টাকা। দেশে তেলের দাম বৃদ্ধিতে প্রভাব পড়ে পণ্য পরিবহন ও যাত্রী যাতায়াতে। এতে দীর্ঘশ্বাস ফেলছেন নিম্ন আয়ের মানুষ।

খেটে খাওয়া শ্রমিক রহিম জানান, একসাথে এত পরিমানে তেলের মুল্য বৃদ্ধিতে প্রয়োজনীয় পণ্য কিনতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। ছেলে মেয়েদের লেখা, পড়ার খরচ সামনের দিনে কিভাবে খরচ চালাবো?

পণ্য পরিবহনকারী ট্রাক চালক জামাল জানান, বেনাপোল থেকে ঢাকা আসা যাওয়ায় তেল খরচ বেড়েছে ৫ হাজার টাকা। তবে ভাড়া পাচ্ছি না।

ভারতগামী পাসপোর্ট যাত্রী মহাসিন জানান, ইচ্ছেমতো ভাড়া নিচ্ছে পরিবহন ব্যবসায়ীরা। দেখার কেউ নেই।

আমদানিকারক উজ্বল বিশ্বাস জানান, প্রতিদিন বেনাপোল বন্দর থেকে প্রায় ৭শ ট্রাক  দেশের অভ্যন্তরে পণ্য পরিবহন করা হয়। আর পাসপোর্ট ধারী যাত্রী চলাচলে শতাধিক পরিবহন চলে এ রুটে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বিরূপ প্রভাব পড়েছে বাণিজ্যে। বেনাপোল থেকে ঢাকা পণ্য পরিবহনে ৫ হাজার টাকা অতিরিক্ত নিচ্ছেন চালকেরা। তবে সে অনুযায়ী বাজারে দাম পাওয়া যাচ্ছে না। যেহেতু বিশ্ব বাজারে আবারো তেলের দাম কমছে তাই সরকারকেও দাম সহনীয় পর্যায়ে আনান অনুরোধ রাখছি।

বাস চালক আলী জানান, তেলের মূল্য বৃদ্ধিতে নানন সমস্যার সন্মুখিন হতে হচ্ছে। যাত্রীরা অতিরিক্ত ভাড়া দিতে চাইছে না। এক সাথে এত টাকা ভাড়া বাড়ানো উচিত হয়নি সরকারের।

বেনাপোল ট্রাক ট্রান্সপোর্ট মালিক সমিতির সেক্রেটারি আজিম উদ্দীন গাজী জানান, তেলের মূল্য বৃদ্ধিতে পূর্বের চেয়ে ২৫ শতাংশ ট্রাক ভাড়া বেড়েছে। তবে তেলের দাম কমলে আবারো ভাড়া কমে আসবে।

এ সম্পর্কিত আরও খবর