পরিমাপে তেল কম, ২ ফিলিং স্টেশনকে লাখ টাকা জরিমানা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2023-08-30 22:52:53

 

চট্টগ্রাম নগরীর ফিলিং স্টেশনগুলোতে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় ৮ টি স্টেশনের তেলের পাম্প পরীক্ষা করে দুটিতে পরিমাপে কম পাওয়ায় ১ লক্ষ টাকা জমিমানা করা। এর মধ্যে একটিকে সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়।

সোমবার (৮ আগস্ট) দুপুরে দিকে এ অভিযান পরিচালনা করেছেন চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।

এসময় অতুরার ডিপু এলাকার আমিন জুট মিলস্ ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটার ডিজেলে ৩৮০ মিলি ও অকটেনের প্রতি ১০ লিটারে ৪৪০ মিলি পরিমানে কম পাওয়ায় প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে অক্সিজেন এলাকার হাজী এ ওয়াজেদ এন্ড সন্স ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটার অকটেনে ১৭০ মিলি কম পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে বিএসটিআই ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যরা সহযোগিতা করেছেন।

জেলা প্রশাসন ম্যাজিস্ট্রেট মাসুদ রানা বার্তা২৪.কমকে বলেন, নগরীর  ৮ টি ফিলিং স্টেশনের তেলের পাম্প পরীক্ষা করে দুটি পাম্পে পরিমাপে কম পাই। প্রতিষ্ঠান দুইটিকে ৫০ হাজার করে ২ মামলায় ১ লক্ষ টাকা আদায় করা হয়।

জেলা প্রশাসক মুমিনুর রহমানের নির্দেশে জনভোগান্তি রোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে বলে জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর