প্রশাসনের মধ্যস্থতায় ইজতেমার ময়দান ছাড়ার সিদ্ধান্ত

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 13:05:27

টঙ্গির ইজতেমার ময়দান ও এর আশপাশের এলাকায় তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের প্রায় ৭ ঘণ্টা পর ইজতেমা ময়দান ও রাস্তা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে তাবলিগ জামাতের উভয় পক্ষ।

শনিবার (১ ডিসেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে প্রধানমন্ত্রীর সামরিক সচিব, আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও তাবলিগের জামাতের একাংশের মুরুব্বিদের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত নেয় তারা।

স্বরাষ্ট্র মন্ত্রণালযয়ের একটি সূত্র বার্তা২৪.কমকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্রটি জানায়, বৈঠক এখনও চলছে। বৈঠকে উপস্থিত মুরুব্বিরা জানিয়েছে বৈঠক থেকে বের হয়ে ৩০ মিনিটের মধ্যে ইজতেমার ময়দান ছাড়বে তারা।

এ দিকে সকালে তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক জন নিহত হয়েছেন। আহত প্রায় শতাধিক জন।

এ সম্পর্কিত আরও খবর