তাবলিগ জামাতের দু'গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 05:52:07

রাজধানীর বিমানবন্দর এলাকার আশকোনায় তাবলিগ জামাতের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১ ডিসেম্বর) সকালের এ ঘটনায় বিমানবন্দর এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বার্তা২৪কে বলেন, ‘আশকোনা এলাকায় তাবলিগ জামাতের দুই গ্রুপের মুখোমুখির অবস্থানের কারণে এ ঘটনা ঘটে। এতে সড়কের একপাশ রাস্তা অবরোধ করে রেখেছে তাবলিগ জামাতের একপক্ষ।’

তিনি আরও বলেন, ‘কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

জানা যায়, দীর্ঘদিন ধরে তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছে। ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত পাঁচ দিনের জোড় (সম্মিলন) ও আগামী ১১ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত তিন দিনের ইজতেমা করার ঘোষণা দিয়েছেন ভারতের তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা।

অপরদিকে তাবলিগের দেওবন্দপন্থীরা ঘোষণা দিয়েছেন, তারা ৭ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত জোড় এবং আগামী ১৮ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত তিন দিনের ইজতেমা করবেন।

এ ঘটনাকে কেন্দ্র করে দু'গ্রুপের এই ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ সম্পর্কিত আরও খবর