অসহায় বন্যার্তদের পাশে এক্স নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন

, জাতীয়

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 20:03:02

বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেটের গোইয়াইনঘাট ফতেপুর ইউনিয়নের দারিদ্র পীড়িত বাগবাড়ি এলাকার রামনগর প্রাথমিক বিদ্যালয়ে আশেপাশের গ্রাম থেকে আগত শত শত  অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছে এক্স নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন ।

শনিবার বেলা ৩টায় স্থানীয় প্রশাসনের সহায়তায় ৪ শতাধিক বন্যার্ত প্রতিটি পরিবার এর হাতে ৫ কেজি চাল, ১ কেজি মুসুরি ডাল, ১ কেজি চিড়া, ১ কেজি গুড়, ১ কেজি লবন, ১ লিটার সয়াবিন, ৩১২ গ্রাম বক্স ডানো গুড়া দুধ, ২০ টা ওরাল স্যালাইন, ৫০টা পানি পরিষ্কারক ট্যাবলেট, ১ টা সেভলন সাবান তুলে দেওয়া হয় এবং আগামীকাল গোয়াইনঘাটের রুস্তমপুরে ৬ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে ।

এ সময় বক্তারা বলেন,  বন্যাদূর্যোগে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারন নিম্ন আয়ের মানুষগুলোর জীবন । ঘরে পানি, বাহিরে পানি, আয় রোজগার বন্ধ, ঘরে খাবার নাই, শিশু সন্তান, ছেলেমেয়ে পরিবার পরিজন নিয়ে খুব কষ্টের মধ্যে দিনাতিপাত করছে এবং সাহায্যের আশায় বিত্তশালীদের দিকে অসহায় তাকিয়ে অপেক্ষার প্রহর গুনছেন তারা।  পাশাপাশি বন্যার পানি এখনও  না নামায় তাদের জীবনে নাভিশ্বাস অবস্থা বিরাজ করছে। বিপর্যস্ত এই স্বল্প আয়ের দৈন্যপ্রবণ মানুষগুলোর জন্য কিছুটা স্বস্তি দিতে খাদ্য সামগ্রী প্রদান   করায় এক্স নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন কে  ধন্যবাদ জানিয়েছে বক্তারা। 

আয়োজকরা এই ধরনের জনহিতকর কাজ চালিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন এবং সবাইকে এগিয়ে আসার আহবান জানান । 

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন এক্স নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সহ সভাপতি ডা. দলিলুর রহমান, মহাসচিব ডা. মতিয়ার হোসেন, ট্রেজারার আসিফুর রহমান, নির্বাহী সদস্য আখলাক আহমেদ রিয়াদ, সিলেট জালালাবাদ পঙ্গু হাসপাতালের কনসালটেন্ট ডা. সাইদুর রহমান, ফতেপুর ইউনিয়ন চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম মাস্টার, বিট অফিসার সাব ইন্সপেক্টর অজয় শংকর, ইউ পি সদস্য ফখর উদ্দিন প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর