শস্যদানার মানচিত্রে কমলনগর উপজেলা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লক্ষ্মীপুর | 2023-08-31 17:44:53

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত। ওই উপজেলার মানচিত্রে নয়টি ইউনিয়নকে সাজানো হয়েছে বিভিন্ন শস্যদানা দিয়ে। শস্যদানার ফসলি ওই মানচিত্রে পুরো উপজেলা ফুটে উঠেছে। সেখানে আয়োজিত কৃষি মেলায় শস্যদানার এমন মানচিত্র সবাইকে মুগ্ধ করেছে।

তিনদিন ব্যাপী ওই কৃষিমেলার দ্বিতীয় দিন সোমবার (২৭ জুন) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে ব্যতিক্রমী এমন মানচিত্র দেখা যায়।

মানচিত্রে ধান, গম, ডাল, পেঁয়াজ, রসুন, সয়াবিন, মরিচ ও বাদামসহ বিভিন্ন শস্যদানা ব্যবহার করা হয়েছে। এতে উপজেলার চর কালকিনি, সাহেবেরহাট, চর ফলকন, হাজিরহাট চর লরেন্স, চর মার্টিন, পাটারিরহাট, তোরাবগঞ্জ ও চর কাদিরা ইউনিয়নে কৃষি চিত্র ফুটে উঠে।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজিত লক্ষ্মীপুরের কমলনগরে তিন দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়।

জানা যায়, রোববার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে মেলার উদ্বোধন শেষে র‌্যালি বের হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী, লক্ষ্মীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. মো. জাকির হোসেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. আকতারুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক আহমেদ, ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর ও সমাজ সেবা কর্মকর্তা মো. মাসুদ তালকদার প্রমুখ।

নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও চট্টগ্রাম কৃষি উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় এ মেলায় ১৫টি স্টল অংশ নিয়েছে।

এ সম্পর্কিত আরও খবর