বেনাপোলে বাবলু হত্যার দুই আসামি গ্রেফতার

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল (যশোর) | 2023-08-28 02:21:00

যশোরের বেনাপোলে ইউপি সদস্য আশানুজ্জামান বাবলু হত্যা মামলার প্রধান আসামি হাকিম ও তার সহযোগী আশানুরকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা।

রোববার (২৬ জুন) সকালে সাতক্ষীরার কালিগঞ্জ এলাকা থেকে যশোর র‌্যাব ৬ এর সদস্যরা তাকে গ্রেফতার করে।

গ্রেফতকরকৃত আসামি হাকিম শার্শা উপজেলার মহিষাকুড়া গ্রামের নুর আলী মন্ডলের ছেলে ও আসানুর একই গ্রামের আব্দুর রশিদের ছেলে।

র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার নাজিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে শার্শার বালুন্ডা বাজারে ইউপি সদস্য বাবলু হত্যার প্রধান আসামি হাকিম ও তার সহযোগী আসানুর সাতক্ষীরা জেলার কালিগঞ্জ এলাকায় অবস্থান করছে। এমন সংবাদে র‌্যাবের একটি টিম নিয়ে সেখানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারা পূর্ব পরিকল্পিতভাবে বাবলুকে হত্যা করে।

এর আগে গত মঙ্গলবার (২১ জুন) রাত ১০ টার দিকে শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের মহিষাকুড়া ৭ নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্যকে বালুন্ডা বাজারে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। হত্যার ঘটনায় হত্যার শিকার ইউপি সদস্যের বাবা রাহাজান মোল্লা বাদী হয়ে বেনাপোল বন্দর থানায় হাকিমকে প্রধান আসামি করে ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছিল।

এ সম্পর্কিত আরও খবর