ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৬ ডাকাত

খুলনা, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 04:15:04

 

কুষ্টিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ছয় ডাকাত সদস্যকে আটক করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র-গুলি উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৭ নভেম্বর) গভীর রাতে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলামপুর এলাকা থেকে ডাকাতদের আটক করা হয়।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন বার্তা২৪-কে জানান, সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলামপুর বালিয়াপাড়া পশুহাটের পাশে একটি ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।

এমন সংবাদের ভিত্তিতে সংশ্লিষ্ট ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আমরা ডাকাতদলকে চারদিক থেকে ঘিরে ফেলি। এসময় তাদের ৬ জনকে আটক করতে সমর্থ হয়েছি।

অভিযানে একটি দেশীয় একনলা ওয়ান শুটার গান, ৫ রাউন্ড গুলি ও তিনটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা ডাকাতি, ছিনতাই ও মোটরসাইকেল চুরির সাথে জড়িত।

আটককৃতরা হলেন, ঝিনাইদহ জেলার গোয়ালবাড়িয়া এলাকার ইমদাদুল হকের ছেলে ঝন্টু মিয়া (৪০), মহেশপুর থানার গোপালপুর স্কুলপাড়া এলাকার আবুল কালামের ছেলে মিকাইল হসেন (৩৬), কোটচাঁদপুর থানার ইকবাল হোসেনের ছেলে মামুন আল হাসান (৩৫), কোটচাঁদপুর কলেজপাড়া এলাকার আবু তালেব কারিগরের ছেলে লাভলু (২৫)।

এছাড়া বাকি দুইজন চুয়াডাঙ্গা জেলার রাজাপুর এলাকার শওকত আলীর ছেলে আতিয়ার রহমান ওরফে আতিয়ার (৩২) ও আকন্দবাড়িয়া এলাকার আব্দুল লতিফ বিশ্বাসের ছেলে মিলন হসেন (৩০)।

আটককৃতদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।

 

এ সম্পর্কিত আরও খবর