২ কোটি টাকার তক্ষক উদ্ধার

খুলনা, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-14 15:31:13

বন্যপ্রাণী পাচারকারীদের ধাওয়া করে খুলনার দাকোপ উপজেলার কাটাকালী খেয়া ঘাট সংলগ্ন এলাকা থেকে ২টি তক্ষক উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন (মংলা) সদর দপ্তরের সদস্যরা।

উদ্ধার হওয়া তক্ষক দুটি সোমবার সকালে সুন্দরবনের ঢাংমারী এলাকায় অবমুক্ত করা হয়েছে।

রোববার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে বন্যপ্রাণী পাচারকারীদের অবস্থান টের পেয়ে অভিযান চালিয়ে তক্ষক দুটি উদ্ধার করে।

কোস্ট গার্ড পশ্চিম জোন’র অপারেশন অফিসার লেঃ আবদুল্লাহ আল মাহমুদ জানান, সংঘবদ্ধ বন্যপ্রাণী পাচারকারী চক্রের সদস্যরা খুলনা জেলার দাকোপ উপজেলার কাটাখালী ঘাট এলাকায় অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত পৌনে ১১টার দিকে ওই এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ডের সদস্যরা।

অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা তক্ষকের খাঁচা ফেলে রেখে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে এলাকাটিতে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের ঝুড়ি দিয়ে তৈরি খাঁচা হতে দুইটি তক্ষক উদ্ধার করে।

১২ থেকে ১৩ ইঞ্চি লম্বা ও একটি তক্ষকের ওজন ৩২০ অন্যটির ওজন ৩৪০ গ্রাম। তক্ষক দুইটির বাজার মূল্য প্রায় ১ কোটি ৯৮ লাখ টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।

উদ্ধার হওয়া তক্ষক দু’টি সোমবার সকালে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের (মোংলা) ঢাংমারী ফরেস্ট অফিসের বন কর্মকর্তা-কর্মচারীদের সামনে অবমুক্ত করেছেন কোস্ট গার্ড সদস্যরা।

এ সম্পর্কিত আরও খবর