উন্নয়নের ছোঁয়া লাগেনি কুষ্টিয়া বাস টার্মিনালে

খুলনা, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 14:25:08

কুষ্টিয়া কেন্দ্রীয় টার্মিনাল থেকে দক্ষিণ-পশ্চিম-উত্তরাঞ্চলে বাস চলাচল করে। প্রতিদিন এ টার্মিনাল থেকে আড়াইশ বাসে কয়েক হাজার যাত্রী যাতায়াত করে। তবে টার্মিনাল প্রতিষ্ঠার দেড় যুগ পার হলেও এখানে কোনো উন্নয়নমূলক কাজ করেনি পৌর কর্তৃপক্ষ। এর ফলে যাত্রী ও শ্রমিকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

জানা গেছে, ১৯৯৯ সালে এই বাস টার্মিনালটি নির্মাণ করা হয়। তখন এটি পৌরসভার অধীনে নেওয়া হয়। ওই সময় থেকেই পৌরসভা টার্মিনালটি ইজারা দিয়ে আসছে। বর্তমানে প্রতি বছরে ২০ লাখ টাকা ইজারা রাজস্ব আদায় করেছে পৌরসভা। অথচ সরকারি নিয়ম অনুযায়ী আয়ের ৪৫ শতাংশ টাকা অবকাঠামো ও উন্নয়নমূলক কাজে ব্যয় করার কথা। কিন্তু কুষ্টিয়া বাস টার্মিনালের ক্ষেত্রে এ নিয়ম মানা হচ্ছে না।

সরেজমিন ঘুরে দেখা যায়, টার্মিনালের অনেক স্থানে ভবনের পলেস্তারা খসে পড়েছে। যাত্রীদের বসার জন্য নেই কোনো চেয়ারের ব্যবস্থা। এমনকি শৌচাগারগুলো নোংরা ও দুর্গন্ধময়। অভিযোগ রয়েছে, বৃষ্টি হলে এই টার্মিনালে পানি জমে।

এছাড়া টার্মিনালে একটি মাত্র টিউবওয়েল। এটি দিয়েই গাড়ি ধোঁয়াসহ পানির প্রয়োজন মেটানো লাগে। যা দিয়ে পানির সমস্যা মেটানো সম্ভব নয়।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, ‘উন্নয়ন হয়নি ঠিকই, তবে আমার জানা মতে সেখানে তেমন কোনো সমস্যা নেই।’

এ সম্পর্কিত আরও খবর