শীর্ষ সন্ত্রাসী গরু মারুফের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

খুলনা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 15:05:27

খুলনায় হুজি শহীদ হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামি মিরাজুল ইসলাম ওরফে মারুফ হোসেন ওরফে গরু মারুফের (৪৩) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ১টি পাইপগান, ১ রাউন্ড গুলি ও ৫৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২০ নভেম্বর) রাত ১১টার দিকে খুলনা নগরীর দৌলতপুর থানাধীন কার্তিককূল বালুর মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মারুফ দিঘলিয়া উপজেলার দেয়াড়া গ্রামের আব্দুল গফ্ফার শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

বুধবার (২১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করে কেএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সোনালী সেন বার্তা২৪.কমকে বলেন, দৌলতপুরে একাধিক মামলার আসামি গরু মারুফের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোস্তাক আহমেদ বার্তা২৪.কমকে বলেন, ‘কে বা কারা গরু মারুফকে গুলি করে হত্যা করেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পড়ে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে লাশ শনাক্ত করেছি। মারুফের বিরুদ্ধে দৌলতপুর ও দিঘলিয়া থানায় সেনহাটির সাবেক ইউপি চেয়ারম্যান গাজী আব্দুল হালিম ও হুজি শহীদসহ একাধিক হত্যা, চাঁদাবাজি ছাড়া আরও অসংখ্য মামলা রয়েছে।’

এ সম্পর্কিত আরও খবর