ইশতেহারে বয়সীমা ৩৫ অন্তর্ভুক্তির দাবি

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 09:30:40

নির্বাচনী ইশতেহারে সরকারি চাকরিতে আবেদনের বয়সীমা ৩৫ বছর করার দাবি মেনে নেওয়ার দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সাধারণ ছাত্র কল্যাণ ঐক্য পরিষদ।

সোমবার (১৯ নভেম্বর) রাজধানীর টিএসসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দীর্ঘ সাত বছর ধরে যৌক্তিক আন্দোলন করে আসছি। কিন্তু সরকার দাবি মেনে না নিয়ে দিন দিন হতাশ করে তুলছে। যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ভারতসহ বিশ্বের ৯০ শতাংশ দেশে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ এর উপরে। কোনো কোনো চাকরিতে আবেদন কোনো বয়স সীমার বাঁধা নেই।

তারা বলেন, ৩০ নামের সীমারেখার কারণে বেসরকারি প্রতিষ্ঠানেও আবেদন করতে পারছি না। তাই সরকারকে বলতে চাই আগামী ৬০ দিনের মধ্যে দাবি না মেনে নিলে আন্দোলন দাবানলের মত ছড়িয়ে পড়বে। আমরা যোগ্যতার প্রমাণের সুযোগ চাই।

নির্বাচনকালীন সময়ে দাবি মেনে নেওয়া সম্ভব না হলে নির্বাচনী ইশতেহারে রেখে নির্বাচন পরবর্তী দুই মাসের মধ্যে দাবি মেনে নেওয়ারও দাবি জানান তারা।

এ সম্পর্কিত আরও খবর