ইউএনও সেজে অভিযান, গণধোলাই শেষে পুলিশে দিল জনতা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চুয়াডাঙ্গা | 2023-08-29 17:46:16

চুয়াডাঙ্গায় ইউএনও সেজে অভিযান চালিয়ে জরিমানা আদায়ের সময় রিন্টু মল্লিক (৪২) নামের এক ভুয়া ইউএনওকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় জনগণ। এসময় তাকে গণধোলাই দেওয়া হয়।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে সদর উপজেলার ডিঙ্গেদহ এলাকা থেকে তাকে আটক করা হয়।

রিন্টু মল্লিক চুয়াডাঙ্গা শহরের কোর্টপাড়ার নুরুল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, শনিবার সকাল থেকে নিজেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিচয় দিয়ে ডিঙ্গেদহ বাজার এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা আদায় করতে থাকেন রিন্টু মল্লিক। এসময় একটি খাবারের দোকানে ২শ টাকা জরিমানা করে সে। পরে আরেকটি দোকানে গিয়ে মিষ্টি জব্দ করে তা বিনষ্ট করে। এমন সময় বিষয়টি সন্দেহ হলে তাকে জেরা করে স্থানীয়রা। সে সময় তাকে মারধরও করা হয়। পরে তাকে আটকে রেখে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে থানা হেফাজত নেয়।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, স্থানীয়দের দেওয়া খবরে ঘটনাস্থলে পৌঁছে রিন্টু মল্লিককে আটক করে থানায় নেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

এ সম্পর্কিত আরও খবর