লক্ষ্মীপুরে সমাপনীতে বসেছে ৪০ হাজার শিক্ষার্থী

জেলা, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 01:30:45

লক্ষ্মীপুরে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে ৪০ হাজার ২২৪ জন শিক্ষার্থী। রোববার (১৮ নভেম্বর) সকাল ১০টা থেকে জেলার মোট ৪৮ কেন্দ্রে পরীক্ষা শুরু হয়েছে।

জানা গেছে, পরীক্ষার্থীদের মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে ৩০ হাজার ৯১৩ জন। এর মধ্যে প্রাথমিক সমাপনীতে ছাত্র ১৩ হাজার ১০৭ জন এবং ছাত্রী ১৭ হাজার ৮০৬ জন।

ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ৯ হাজার ৩১১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ইবতেদায়ীতে ছাত্র ৩ হাজার ৯২৪ এবং ছাত্রী ৫ হাজার ৩৮৭ জন।

জেলার ৮৪টি কেন্দ্রের মধ্যে রামগঞ্জে ১৫, রায়পুরে ১৭, সদরে ২৫, রামগতিতে ১৪ ও কমলনগরে ১৩টি কেন্দ্রে পরীক্ষা চলছে।

খোঁজ নিয়ে জানা গেছে, পরীক্ষা প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হয়ে শেষ হবে দুপুর ১টায়। বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ২০০৯ সাল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু হয়েছে এবং ইবতেদায়ী পরীক্ষা হচ্ছে ২০১০ সাল থেকে।

প্রশ্নফাঁস ঠেকাতে গত বছর থেকে দেশের ৬৪ জেলাকে বিশেষ আটটি অঞ্চলে ভাগ করে প্রশ্ন ছাপিয়ে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী নেয়া হচ্ছে। পরীক্ষা চলাকালে সংশ্লিষ্ট সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

প্রথমদিন রোববার (১৮ নভেম্বর) ইংরেজি, ১৯ নভেম্বর বাংলা, ২০ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২২ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৫ নভেম্বর গণিত এবং ২৬ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ইবতেদায়ীতে প্রথম দিন রোববার (১৮ নভেম্বর) ইংরেজি, ১৯ নভেম্বর বাংলা, ২০ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান, ২২ নভেম্বর আরবি, ২৫ নভেম্বর গণিত এবং ২৬ নভেম্বর কুরআন ও তাজবিদ এবং আকাইদ ও ফিকাহ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

লক্ষ্মীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ সালেহ জানান, সমাপনী পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি আছে। তবে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিকতা থাকলে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা শেষ করা যাবে।

এ সম্পর্কিত আরও খবর