রাজনৈতিক সহিংসতায় টার্গেট থাকে পুলিশ

ঢাকা, জাতীয়

শাহরিয়ার হাসান, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 15:20:57

সহিংসতা ছাড়া নির্বাচনের নজির নেই বললেই চলে। ২০০১ সালের নির্বাচনের পরের সহিংসতার থেকে শুরু করে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনকালীন ভয়াবহ অবস্থা দেখেছে দেশবাসী। পুলিশকে টার্গেট করে সংগঠিত এসব রাজনৈতিক সহিংসতার শিকার হয়েছে সাধারণ মানুষও।

তথ্য বলছে, ২০০১ সালের নির্বাচনের পর পরবর্তী ১৫ মাসে সারাদেশে রাজনৈতিক হত্যার ঘটনা ঘটেছে ৩৫৫টি৷ আর ৫ জানুয়ারির নির্বাচনের আগে ও পরে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে৷

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর হিসাব অনুযায়ী, দশম সংসদ নির্বাচনের আগের বছর ২০১৩ সালের ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ২৪টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ৮৫ জন নিহত হন৷ আহত হন ২ হাজার ৭৭৭ জন৷ ৫ জানুয়ারির নির্বাচনের পর ২০১৪ সালের ২৩ জানুয়ারি একদিনে রাজনৈতিক সহিংসতায় ৬০ জন নিহত এবং ১ হাজার ৪৫১ জন আহত হন৷

চলতি বছরে এখন পর্যন্ত ২০৯টি রাজনৈতিক অপ্রীতিকর ঘটনা ঘটেছে। যাতে ২৬ জন নিহত ও প্রায় ৩ হাজার জন আহত হয়েছেন।

জ্বলছে মিশু বিশ্বাসের গাড়ি, ছবি: সংগৃহীত

 

এসব সহিংস ঘটনায় প্রথম টার্গেট থাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জানা যায়, রাজনৈতিক এ সহিংসতায় ২০১৩ সালে ১৫ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন৷ ২০১৪ ও২০১৫ সালে ৩ জন করে ৬ জন পুলিশ সদস্য নিহত হন৷

সর্বশেষ ২ দিন (১৪ নভেম্বর, বুধবার) আগে নয়াপল্টনের ঘটনায় পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাসহ আহত হন ২৩ জন। এ ঘটনায় পুলিশের ২টি গাড়ি পুড়িয়ে ফেলাসহ আক্রমণ করা হয় পুলিশের সাঁজোয়া যান এপিসিতেও।

ঘটনায় আহত মতিঝিল জোনের সহকারী কমিশনার মিশু বিশ্বাস ঘটনার বর্ণনা দিয়ে বার্তা২৪.কমকে বলেন, ‘আমাকে এবং আমার গাড়ী আক্রমণ করে দুষ্কৃতিকারীরা। পিঠে ও পায়ে লাঠি দিয়ে আঘাত করে। পরে সাঁজোয়া যানে আক্রমণ করলে আমি দ্রুত সাঁজোয়া যানে উঠার চেষ্টা করি। তারা আমাকে আবার আক্রমণ করে, পরবর্তীতে আমি সাঁজোয়া যান নিয়ন্ত্রণ নিয়ে আত্মরক্ষার্থে কয়েক রাউন্ড ফায়ার করে নিরাপদে ফিরে আসি। কিন্তু আমার গাড়ীটি তারা জ্বালিয়ে দেয়।’

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বার্তা২৪.কমকে বলেন, নয়াপল্টনের ঘটনা ছিলো পূর্বপরিকল্পিত। তারা পুলিশকে টার্গেট করে আক্রমণ চালিয়েছে। যার ফলে আমাদের পুলিশের ৫ জন অফিসারসহ অনেকেই আহত হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে, আমরা তাদের শনাক্ত করেছি।

সহিংসতায় পুলিশ কেন টার্গেট হয় জানতে চাইলে পুলিশ সদর দফতরে সহকারী মহাপরিদর্শক সোহেল রানা বার্তা২৪.কমকে বলেন, যারা এমন সহিংস ঘটনা ঘটায়- তারা জানে আইনশৃঙ্খলা বাহিনী তাদের প্রতিহত করবে। তাই তারা আক্রমণ চালায় পুলিশকে টার্গেট করে। যেন পুরো পরিবেশটা তাদের নিয়ন্ত্রণে আসে। অপরাধীরা পুলিশকে কখনও বন্ধু ভাবে না শত্রু ভাবে, তাই যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনার প্রথম শিকার হয় পুলিশ সদস্যরা।

এ সম্পর্কিত আরও খবর