ডিসি-এসপি যখন ধান কাটলেন!

খুলনা, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 18:41:08

হাতে কাস্তে, মাথায় বাঁশের তৈরি এক প্রকার মাথাল, গলায় গামছা দেখে হঠাৎ মনে হতে পারে কোনো শ্রমিক ধান কাটছে। আসলে তা নয়, নবান্ন উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান এটি।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দুপুরে ধান কেটে নবান্ন উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) আনজুমান আরা ও পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পৌরসভার গাড়-চোরা এলাকায় এ উৎসব পালিত হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ চিন্ময় রায়, পৌর সভার কাউন্সিলর সাইফুল আলম বাচ্চু, শতাধিক কৃষকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

এ সম্পর্কিত আরও খবর