ভুয়া ফেসবুক পেজের বিড়ম্বনায় পুলিশ!

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 04:24:42

বাংলাদেশ পুলিশের নাম, লোগো বা পরিচয় ব্যবহার করে অননুমোদিতভাবে ও আনঅফিসিয়ালি খোলা ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল বা গ্রুপ খোলার ফলে বিড়ম্বনায় পড়েছে পুলিশ।

পুলিশ সদর দফতরে সহকারী মহাপরিদর্শক সোহেল রানা বার্তা২৪কে বিষয়টি নিশ্চিত করেন। 

সূত্র জানায়, ফেক এসব অ্যাকাউন্টে প্রকাশিত সংবাদ বা পোস্টের কারণে নানা রকম বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। তাই অনিয়ন্ত্রিত এসব ফেসবুক গ্রুপ, চ্যানেল ও পেইজের এডমিনদের দৃষ্টি আকর্ষণ করছে পুলিশ সদর দফতরের মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস উইং।

পুলিশের গণমাধ্যম শাখা থেকে জানায়, প্রাথমিকভাবে এ সকল গ্রুপ, চ্যানেল ও পেজের অ্যাডমিনদেরকে অনুরোধ করা হচ্ছে। তারা যেন আগামী ৩ (তিন) কার্য দিবসের মধ্যে তাদের গ্রুপ, চ্যানেল ও পেজের নাম পরিবর্তন করে।

পুলিশের এ শাখা আরও জানায়, পুলিশ নিশ্চিত করতে চায়, বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস উইংয়ের সাথে সমন্বয় করে বাংলাদেশ পুলিশ সম্পর্কিত সংবাদ ও তথ্যাদি প্রকাশ ও প্রচার করা যেতে পারে।

সেই লক্ষ্যে সুষ্ঠু সমন্বয় ও কার্যক্রমের স্বার্থে সংশ্লিষ্ট সকল গ্রুপ, চ্যানেল ও পেজের অ্যাডমিনদেরকে  ১৮ নভেম্বরের মধ্যে পুলিশ হেডকোয়ার্টার্সের গণমাধ্যম শাখার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর