অল্পের জন্য রক্ষা পেলো পিএস টার্নের প্রায় ৩ শতাধিক যাত্রী

বরিশাল, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-22 08:40:38

বরিশালের কীর্তনখোলা নদীতে বালুবাহী কার্গের সঙ্গে ঢাকামুখী বিআইডব্লিউটিসির যাত্রীবাহী স্টীমার পিএস টার্ন’র  সংঘ‌র্ষের ঘটনা ঘটে‌ছে। এতে স্টীমারটির তলা ফেটে যায়। তবে দুর্ঘটনায় হতাহ‌তের কোনো খবর পাওয়া যায়‌নি।

সোমবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে  চর‌মোনাই সংলগ্ন বগাদী এলাকায় এ ঘটনা ঘটে ।  বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির  উপ মহাব্যবস্থাপক আবুল কালাম আজাদ।

ব‌রিশাল নৌ সদর থানা পু‌লি‌শের ও‌সি বেল্লাল হো‌সেন যাত্রী‌দের বরাত দি‌য়ে জানান, যাত্রীবাহী স্টীমার পিএস টার্ন মোড়লগঞ্জ থে‌কে ঢাকার উ‌দ্দে‌শ্যে যা‌চ্ছিল। প‌থিম‌ধ্যে ব‌রিশা‌লের চর‌মোনাই সংলগ্ন বগাদী এলাকায়  এক‌টি কা‌র্গোর মাঝ বরাবর ধাক্কা দেয় স্টীমার‌টিতে। এ সময় কা‌র্গো‌টি নদী‌তে ডু‌বে যায় এবং স্টীমার‌টির তলা ফে‌টে পা‌নি ঢুক‌তে থাক‌লে পার্শ্ববর্তী এক‌টি চ‌রে নোঙর করা হয়।  স্টীমার‌টি‌তে প্রায় তিন শতাধিক  যাত্রী ছিল।

বিআইডব্লিউটিসির উপ মহা ব্যবস্থাপক আবুল কালাম আজাদ জানান,  দুর্ঘটনায় কবলিত যাত্রীবাহী স্টীমার পিএস টার্নের যাত্রীরা নিরাপদে রয়েছে। এছাড়াও তাদেরকে যাত্রীদের সুন্দরবন- ১২ লঞ্চের মাধ্যমে গন্ত‌ব্যে পৌছা‌নোর ব্যবস্থা করা হয়ে‌ছে ।

এ সম্পর্কিত আরও খবর