ইসির সঙ্গে সংলাপে আওয়ামী লীগ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 05:15:09

একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট, যুক্তফ্রন্ট ও জাতীয় পার্টির পর এবার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে বসেছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ।

বুধবার (০৭ নভেম্বর) বিকেল চারটায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আওয়ামী লীগের সঙ্গে ইসির এ সংলাপ শুরু হয়।

সংলাপে এইচটি ইমামের নেতৃত্বে বৈঠকে আ.লীগের প্রতিনিধি দলটি অংশ নিয়েছেন। প্রতিনিধিদলে আরও উপস্থিত আছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মশিউর রহমান, রাশিদুল আলম, সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান, সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল,  বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য এস এম কামাল হোসেন, রিয়াজুল কবীর কাওছার, গোলাম রাব্বানী চিনু, কেন্দ্রীয় নেতা তানভীর ইমাম, এমপি, ফজিলাতুন্নেছা বাপ্পী, সেলিম মাহমুদ, মুস্তাফিজুর রহমান বাবলা।

সংলাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা, নির্বাচন কমিশনার  মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদত হোসেন চৌধুরী ও নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমেদ উপস্থিত আছেন।

এরআগে আজ সকাল সোয়া ১১টায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে জাতীয় পার্টির নেতৃত্বে সম্মিলিত জাতীয় জোটের ১৬ জন প্রতিনিধি বৈঠকে করেন।

এ সম্পর্কিত আরও খবর