ইসির সঙ্গে বৈঠকে বসছে যুক্তফ্রন্ট

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-10 06:02:25

নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসছে যুক্তফ্রন্ট। মঙ্গলবার (০৬ নভেম্বর) বিকালে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক হবে।

সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরীর প্রেস সচিব বিষয়টি নিশ্চিত করেছেন। 

ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান বলেন, যুক্তফ্রন্টকে বিকাল সাড়ে চারটায় প্রধান নির্বাচন কমিশনার সাক্ষাতের সময় দিয়েছেন।

জানা গেছে, বিকল্পধারা বাংলাদেশ এর মহাসচিব ও যুক্তফ্রন্ট নেতা মেজর (অবঃ) আব্দুল মান্নান এর নের্তৃত্বে ছয় সদস্য প্রতিনিধি দলে থাকবেন -গোলাম সরোয়ার মিলন প্রেসেডিয়াম সদস্য বিকল্প ধারা ও যুক্তফ্রন্ট নেতা, জেভেল রহমান, চেয়ারম্যান, বাংলাদেশ ন্যাপ ও যুক্তফ্রন্ট নেতা, মাজহারুল হক শাহ চৌধুরী, যুক্তফ্রন্ট নেতা, ব্যারিষ্টার ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক বিকল্প ধারা ও যুক্তফ্রন্ট নেতা, মাহমুদা চৌধুরী, সহ সভাপতি বিকল্প ধারা ও যুক্তফ্রন্ট নেত্রী।

এরআগে আজ দুপুরে সিইসির সঙ্গে আলোচনার জন্য সময় চেয়ে চিঠি দেয় বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান। চিঠিতে তিনি একটি প্রতিনিধি দল নিয়ে নির্বাচন ইস্যুতে সিইসির সঙ্গে আলোচনার জন্য ৯ নভেম্বরের মধ্যে সময় চান।

এ সম্পর্কিত আরও খবর