জানুয়ারিতে বিআরটিসি’র বহরে আসছে ২০০ বাস

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 11:09:29

 

আসছে ২০১৯ সালে শুরুতে রাজধানীর ঢাকার মধ্যে চলাচলের জন্য ১০০টি ও ঢাকার সঙ্গে দূরবর্তী জেলাগুলোর চলাচলে আরও ১০০টি বাস বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (বিআরটিসি) বহরে যুক্ত হবে বলে জানিয়েছেন সংস্থাটির কর্তারা।

বিআরটিসি’র চেয়ারম্যান ফরিদ আহমেদ ভুঁইয়া জানান, বাসগুলো ভারতের অশোক লেল্যান্ড কোম্পানির। জানুয়ারির দিকে বাসগুলো ঢাকায় এসে পৌঁছবে। তখন বিআরটিসির বহরে বাসের সংখ্যা এক হাজার ছাড়িয়ে যাবে। ভারতীয় লাইন অব ক্রেডিটের আওতায় বাসগুলো কেনা হচ্ছে।

বিআরটিসি জানায়, ২০০টি বাসের ১০ শতাংশ যন্ত্রাংশ ও সংশ্লিষ্ট অন্যান্য সেবা প্রদান করবে অশোক লেল্যান্ড। একটি একতলা এসি সিটি বাসের মূল্য প্রায় ৫০ লাখ টাকা। আর  ইন্টারসিটি একেকটি বাসের মূল্য হবে ৫০ লাখ টাকার কিছু বেশি।

বর্তমানে বিআরটিসি’র বাস রয়েছে এক হাজার ৫৩৮টি। এর মধ্যে সাড়ে ৩০০ বাস অচল হয়ে গ্যারেজবন্দি থাকে। সচল বাসের মধ্যে রাজধানীর বিভিন্ন রুটে চলাচল করে ৪৫০টি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আর বিভিন্ন সরকারি অফিসের স্টাফ পরিবহণে ব্যবহৃত হয় ২৭২টি।

এ সম্পর্কিত আরও খবর