সিলেটে দিঘী উদ্ধারে মেয়রের অভিযান

সিলেট, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 15:23:11

নগরীর ধোপাদিঘীর পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত রেখেছে সিলেট সিটি কর্পোরেশন। সোমবার (৫ নভেম্বর) দুপুরে সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জানান, ‘এরা সবাই অবৈধভাবে দিঘী দখল করে স্থাপনা নির্মাণ করেছিল। স্থাপনা সরিয়ে নিতে দুই মাস আগে নোটিশ দেয় সিটি কর্পোরেশন। তারা তাতে পাত্তা দেয়নি। ফলে বাধ্য হয়েই অভিযান চালাতে হচ্ছে। দিঘির সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে কাজ শুরু হয়গেছে।’

তিনি বলেন, ‘ভারতীয় হাইকমিশনের সহযোগিতায় ধোপাদিঘীতে খননসহ সৌন্দর্যবর্ধনে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ওয়াকওয়েসহ দিঘীর মাঝখানে একটি ভাসমান রেস্টুরেন্ট নির্মাণও এই প্রকল্পের আওতায় রয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানও কাজ বুঝে নিয়েছে। এখন জায়গাটি দখলমুক্ত করে দিলে পুরোদমে কাজ শুরু হবে।’

উল্লেখ্য, মেয়র আরিফুল হক চৌধুরী কারাগারে থাকাকালীন সময়ে তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বপালনের সময় এই প্রকল্পটির অনুমোদন হয়েছিল।

এ সম্পর্কিত আরও খবর