ময়মনসিংহে রওশনের জনসভা, এবারও সদর আসন চায় জাপা

ময়মনসিংহ, জাতীয়

উবায়দুল হক, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | 2023-08-30 11:02:26

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ময়মনসিংহে বিশাল জনসভার একদিন পরই বিশাল শোডাউন করেছে জাতীয় পার্টি। নির্বাচনী এ শোডাউনের মধ্য দিয়ে জাতীয় পার্টির নেতাকর্মীরা ময়মনসিংহ-৪ (সদর) আসনে রওশন এরশাদের জোটগত প্রার্থীতারই ইঙ্গিত দিয়েছেন।

এদিন জনসভায় রওশন এরশাদ লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে আবারও জাতীয় পার্টিকে ক্ষমতায় অধিষ্ঠিত করারও আহবান জানান।

দলীয় নেতাকর্মীরা সদর আসনে রওশন এরশাদের মনোনয়নের বিষয়টি উচ্চারণ করলেও এ বিষয়ে কোন কথা বলেননি বিরোধী দলীয় নেতা।

তিনি বলেছেন, জাতীয় পার্টির ৯ বছরের শাসনামলে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছিলো। বাংলাদেশে আবারও উন্নয়ন নিশ্চিত করতে হলে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে ভোট দিতে হবে। তরুণ ভোটাররা জাতীয় পার্টির পক্ষে ভোটাধিকার প্রয়োগ করলে আমরা আবারও ক্ষমতায় যেতে পারবো।

রোববার (০৪ নভেম্বর) বিকেলে নগরীর টাউন হলের ভাষা সৈনিক শামসুল হক মঞ্চে মহানগর জাতীয় পার্টি আয়োজিত এক বিশাল সমাবেশে  এমন বক্তব্য প্রদান করেন। এর মধ্য দিয়ে নিজ সংসদীয় আসন ময়মনসিংহ-৪ (সদর) থেকেই আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিরোধী দলীয় এ নেতা।

রওশন এরশাদ বর্তমানসহ তিনবার ময়মনসিংহ-৪ (সদর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। গত নির্বাচনে বিএনপি ভোট বর্জন করার পর যখন সংসদ নির্বাচন ব্যাপক অনিশ্চয়তার মুখে তখন রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করে।

এরপর রওশন বিরোধী নেতার দায়িত্ব পান। মূলত দ্বিতীয় মেয়াদে আ.লীগের ক্ষমতায় আসতে  রওশন এরশাদের গুরুত্বপূর্ণ ভুমিকা থাকায় গতবারের মত এবারও সদর আসনে তিনিই জোটের প্রার্থী হবেন বলে মনে করছেন দলটির নেতাকর্মীরা।

দলীয় নেতারা জানান, প্রধানমন্ত্রী ময়মনসিংহে ঐতিহাসিক জনসভা করে গেছেন নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে। আর এ জনসভার আগে তিনি বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে সঙ্গে নিয়েই ময়মনসিংহ বিভাগের ১৯৫ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। ময়মনসিংহে প্রধানমন্ত্রীকে স্বাগতও জানিয়েছেন বেগম রওশন এরশাদসহ জাতীয় পার্টির নেতারা।

প্রধানমন্ত্রীর সঙ্গে রওশনের এমন সখ্যতা ও হৃদ্যতা দলীয় নেতাকর্মীদেরকে মনে নতুন আশা সঞ্চার করেছে। তারা মনে করেন, গতবারের মতো এবারও যদি জোট বহাল থাকে তাহলে রওশন এরশাদকেই মনোনয়ন দিবেন আ.লীগ সভাপতি শেখ হাসিনা। যদিও এ আসনটিতে আ.লীগের একাধিক মনোনয়ন প্রত্যাশী মাঠে রয়েছেন। তবে ময়মনসিংহ বিভাগ বাস্তবায়ন, শিক্ষাবোর্ড, বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ একঝাঁক উন্নয়নে রওশন এরশাদের কৃতিত্ব থাকায় দলীয় নেতাকর্মীরা তাকে নিয়ে অনেক আশাবাদী।

এ সম্পর্কিত আরও খবর