মুক্তিযোদ্ধা হত্যায় দু’জনের ফাঁসি, একজনের যাবজ্জীবন

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-20 16:07:20

 

জমি-জমা নিয়ে বিরোধের জেরে নরসিংদীর শিবপুর থানাধীন বিরাজনগরের মুক্তিযোদ্ধা আব্দুল হাই হত্যা মামলায় সৎভাইসহ দুই আসামির ফাঁসি ও এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আব্দুল হাই এর সৎভাই জাকির হোসেন এবং আমজাদ হোসেন। তাদের অতিরিক্ত ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া আব্দুল মান্নান নামে আরেক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। তাকেও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাস কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ অক্টোবর) ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মনির কামাল এ রায় ঘোষণা করেন।

মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় শাহিন, জাহাঙ্গীর ও রফিক নামে তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৬ সালের ২৬ মার্চ রাত ৯টার দিকে মুক্তিযোদ্ধা আব্দুল হাই বিরাজনগর বাজার থেকে নিজ এলাকার শিশু মিয়াকে সাথে নিয়ে বাড়ি ফিরছিলেন।

আব্দুল হাই এলিট মেহেদীর বাগানবাড়ীর সামনে পৌঁছালে আসামিরা চাপাতি ও ছোরা দিয়ে কুপিয়ে তাকে মারাত্মকভাবে জখম করে।

আব্দুল হাইকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার কিছুক্ষণ পর তিনি মারা যান। 
এ ঘটনায় নিহতের বড় ছেলে রিমন মিয়া বাদী হয়ে শিবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলাটিতে ২২ জন সাক্ষির মধ্যে ১৪ জনের সাক্ষ্য গ্রহণ করেন ট্রাইব্যুনাল।

এ সম্পর্কিত আরও খবর