ধর্মঘটে কয়েকগুণ বেশি ভাড়া নিচ্ছে অন্য চালকরা!

খুলনা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 12:17:24

সারাদেশে চলছে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট। রোববার (২৮ অক্টোবর) ভোর ৬টা থেকে শুরু হওয়া এ ধর্মঘটে দুর্ভোগে পরেছে সাধারণ মানুষ। অভ্যন্তরীণ ও দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকায় বিপাকে পরেছে যাত্রীরা।

সকাল থেকে খুলনা নগরীর রয়্যাল মোড় ও সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি। উপায় না পেয়ে অনেকে আবার ইজিবাইক, মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাস, পিকআপ ভাড়া করে নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছেন।

অনেক যাত্রীদের অভিযোগ, পরিবহন ধর্মঘটের এ সুযোগে কয়েকগুণ বেশি ভাড়া হাতিয়ে নিচ্ছে বিকল্প যানবাহনের চালকেরা।

নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনালের যাত্রী কলেজ পড়ুয়া জসিম উদ্দিন বার্তা২৪.কমকে বলেন, ‘সকালে ঢাকায় যাবার জন্য টার্মিনালে এসে শুনি পরিবহন ধর্মঘট চলছে। হঠাৎ করেই এমন ধর্মঘটে রীতিমতো বিপদে পরে গেছি।’

সড়ক পরিবহন শ্রমিকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন সোহেল বার্তা২৪.কমকে বলেন, ‘খুলনা থেকে সব রুটের বাস চলাচল বন্ধ আছে। শ্রমিকদের ৮ দফা দাবি না মানলে আমরা বাস ছাড়ব না। ট্রাফিক আইন সবার জন্য সমান হওয়া উচিত। পথচারীর ভুলে দুর্ঘটনা ঘটলে তার দোষে চালক দোষী হতে পারে না। শ্রমিকদের পক্ষ থেকে আইন সংশোধনের দাবি জানাচ্ছি।’

খুলনা বাস-মিনিবাস কোচ মালিক সমিতির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সোনা বার্তা২৪.কমকে বলেন, ‘শ্রমিকরা তাদের সংগঠনের দাবিতে বাস চলাচল বন্ধ রেখেছে। আমরা মালিক, আমাদের জানায়ওনি।’

উল্লেখ্য, মাস দুয়েক আগে সংসদে পাস হয় সড়ক পরিবহন আইন-২০১৮। তবে আইনটির সংশোধনের দাবি জানিয়ে আসছে যানবাহন শ্রমিকরা। সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা সংশোধনসহ ৮ দফা দাবিতে দেশব্যাপী ৪৮ ঘণ্টার ধর্মঘট পালন করছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

এ সম্পর্কিত আরও খবর