চেকপোস্টে নারীর সঙ্গে বিতর্কে জড়ানো পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা

ঢাকা, জাতীয়

Mansura chamily | 2023-08-22 06:40:20

মধ্যরাতে চেকপোস্টে সিএনজি চালিত অটোরিক্সার যাত্রী এক নারীর সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়ার ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২৩ অক্টোবর) রাতে ডিএমপির ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়।

ডিএমপির ঐ পোস্টে লেখা হয়েছে, 'পুলিশ চেকপোস্টে সিএনজি আরোহী এক নারীর সাথে পুলিশের বাদানুবাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি সম্পর্কে ঢাকা মেট্রোপলিটন পুলিশের দৃষ্টি আকর্ষিত হয়েছে।’

‘ইতোমধ্যে ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের সনাক্ত করা হয়েছে ও তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।'

এর আগে বুধবার রাতে, রাজধানীর একটি পুলিশ চেকপোস্টে সিএনজি আরোহী এক নারীকে তল্লাশির উদ্দেশ্যে থামিয়ে অপ্রীতিকর মন্তব্য করে পুলিশ। পুরো ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন ঐ পুলিশ সদস্য। এরপর থেকেই তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ভিডিওতে এক অংশে দেখা যায়, ঐ নারী অভিযোগ করছেন যে পুলিশের এক সদস্য তার দিকে খারাপ দৃষ্টিতে তাকিয়েছেন। জবাবে সেই পুলিশ সদস্য বলেন, 'আপনি কিন্তু এতো বিশ্বসুন্দরী না, বাসা থেকে শিক্ষা দেয়নি? বেয়াদব মেয়ে।'

আবার নারীর চোখে মুখে পুলিশ আলো ফেললে তার প্রতিবাদ করেন তিনি। পুলিশে উদ্দেশ্যে ঐ নারীকে বলতে শোনা যায়, ‘চোখে লাইট মারেন কেন?’ জবাবে পুলিশ সদস্য বলেন, ‘আমি আপনাকে দেখব।’

এমন কথোপকথনের ছয় মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হলে পুলিশের সমালোচনায় মেতে উঠেন অনেকে।

এ সম্পর্কিত আরও খবর