নিরাপদ সড়ক চায় ওরা

খুলনা, জাতীয়

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 06:28:05

ট্রাফিক আইন মেনে চলি, জেব্রা ক্রসিং দিয়ে সড়ক পার হই, সড়ক দুর্ঘটনা রোধ করি-এমন শ্লোগান নিয়ে নিরাপদ সড়কের দাবিতে শিশুরা রাস্তায় নেমেছে।

নড়াইল ভওয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা সোমবার (২২ অক্টোবর) দুপুরে নিরাপদ সড়কের দাবিতে শহরের রুপগঞ্জ চৌরাস্তায় মানববন্ধন করে।

মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরদার আবুল বাশার, সহকারী শিক্ষক রুপালি ইসলাম প্রমূখ। মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে “ আইন মেনে চলবা, নিরাপদ সড়ক গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হচ্ছে। দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ যশোর সার্কেলের আয়োজনে র‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম, আব্দুল হাই ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান মল্লিক প্রমূখ।

এসময় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

এ সম্পর্কিত আরও খবর