খুলনায় ব্যারিস্টার মঈনুল হোসেনের কুশপুত্তলিকা দাহ

খুলনা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 01:15:33

 

খুলনায় ব্যারিস্টার মঈনুল হোসেনের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। রোববার (২১ অক্টোবর) দুপুরে নগরীর পিকচার প্যালেস মোড়ে সদর থানা আ’লীগের নেতা-কর্মীরা একটি মানববন্ধনের আয়োজন করে।

নারী সাংবাদিক মাসুদা ভাট্টিকে টেলিভিশনের টক শোতে ‘চরিত্রহীন’ বলায় ব্যারিস্টার মঈনুল হোসেনকে গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সদর থানা আ’লীগের সভাপতি অ্যাড. সাইফুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, বিশিষ্ট নারী সাংবাদিক মাসুদা ভাট্টিকে প্রকাশ্যে “চরিত্রহীন” বলা সমগ্র নারী জাতিসহ সব নাগরিকের জন্য অবমাননাকর ও আপত্তিকর। তার মতো যারা রাজনৈতিক সহনশীলতার কথা বলেন, তাদের কাছ থেকে এ ধরনের শব্দ চয়ন উদ্বেগজনক।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মঈনুল হোসেনকে ‘জামায়াত পৃষ্ঠপোষক’, ’৭৫-এর দালাল এবং এক-এগারোর কুশীলব বলেও আখ্যায়িত করে রাজনীতির মাঠ থেকে তাকে পরিত্যক্ত ঘোষণা করার পাশাপাশি গণমাধ্যমেও অবাঞ্ছিত ঘোষণা করার দাবি জানান বক্তারা।

এ সম্পর্কিত আরও খবর