খুলনায় রেলের তেল চুরির ঘটনায় আটক ২

খুলনা, জাতীয়

স্টাফ করেসপন্ডেস্ট, বার্তা২৪.কম | 2023-08-12 19:49:49

খুলনায় রেলের তেল চুরির ঘটনায় র‌্যাবের অভিযানে ২ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব-৬। এসময় তেল চুরির সাথে জড়িত ৫নং ঘাট এলাকার মোতালেব হাওলাদারের ছেলে সজল হাওলাদার (২২) ও আব্দুল খালেকের ছেলে মো. মালেক (২৭) হাতেনাতে জব্দ করা হয়।

অভিযানের নেতৃত্বদানকারী র‌্যাবের স্পেশাল কোম্পানী কমান্ডার এনায়েত হোসেন মান্নান বার্তা২৪.কমকে বলেন, দীর্ঘদিন ধরেই সরকারি রেলের তেল চুরি হয় এ ধরনের গোয়েন্দা তথ্য ছিলো। রাতে হঠাৎ তথ্য পেয়ে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে চোরাই তেলসহ স্থানীয় মেসার্স তিন্নি এন্টারপ্রাইজের ২ জনকে আটক করা হয়েছে। এছাড়া সরকারি তেল চুরির সাথে জড়িত বাকি সদস্যরা পালিয়ে গেছে। তাদেরকে আটকের অভিযান চলছে।

এ ঘটনায় রেলের কর্তৃপক্ষও জড়িত বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা। অভিযানের সময় খুলনা রেলওয়ের স্টেশন মাস্টারকে কল দিয়ে পাওয়া যায়নি। এছাড়া দায়িত্বশীল অন্যান্যরাও রহস্যজনকভাবে উধাও হয়ে যায়।

এ সম্পর্কিত আরও খবর