সরকারি সুবিধায় নির্বাচনী প্রচারণা নয়: কবিতা খানম

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 22:04:07

গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সরকারি সুযোগ সুবিধা নিয়ে কোনো প্রকার নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার কবিতা খানম।

বুধবার (১৭ অক্টোবর) নির্বাচন কমিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

সংসদ বহাল রেখে নির্বাচন করলে এমপিদের অবস্থান কী হবে জানতে চাইলে কবিতা খানম বলেন, ‘আচরণ-বিধিমালায় সাধারণ ও অল্প কিছু সংশোধন হচ্ছে। তাতে গুরুত্বপূর্ণ ব্যক্তির সংজ্ঞায় এমপি, মন্ত্রী, স্পিকার সবার কথাই বলা আছে। গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সরকারি সুযোগ সুবিধা নিয়ে কোনো প্রকার প্রচারণা করতে পারবে না।’

আচরণবিধি সংশোধন প্রসঙ্গে তিনি বলেন, ‘দুই একটি বিষয় সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে, তফসিল ঘোষণার আগে আচরণবিধি সংশোধন না হলে সমস্যা হওয়ার কথা না। যেমন জীবন্ত প্রাণী প্রদর্শন ও ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে প্রচারণায় অংশ নেওয়া যাবে না।’

প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, ‘গুরুত্বপূর্ণ ব্যক্তির মধ্যে সবাইকে অন্তর্ভূক্ত করা আছে। সরকারি সুবিধা নিয়ে প্রচারণার ক্ষেত্রে কিন্তু ওখানে নিষেধ আছে। তার বিশেষ নিরাপত্তা বিশেষ আইনে দেওয়া। নিরাপত্তা ব্যাতীত অন্য কোনো সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন না।’

কবিতা খানম বলেন, ‘আচরণবিধি না মানার ক্ষেত্রে অব্যশই একটা জবাবদিহিতামূলক প্রেক্ষাপট ইসির থাকবে। যদি আচরণ বিধিমালা সঠিকভাবে প্রয়োগ করি, যদি তা অনুসরণ করার ক্ষেত্রে কোনো ব্যত্যয় থাকে, অবশ্যই নির্বাচন কমিশনের সেখানে বিধিমালা ভঙ্গের কারণে ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে।’

এমপিদের রেখে সমতা নিশ্চিত করা সম্ভব কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আইন সবার জন্য সমান। তাই সেভাবে প্রয়োগ করেত চাই। আচরণবিধিমালার বাইরে যদি কারো কোনো কর্মকাণ্ড প্রতিফলিত হয় সেখানেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এখনও ইসির কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা করার বিষয়ে ইসিতে সক্রিয় কোনো আলোচনা হয়নি।’

নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী কার্যক্রম পরিচালনা করছে। এখানে সংসদ বহাল থাকবে না কি থাকবে এটা নির্বাচন কমিশনের এখতিয়ার নয়। নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবে এটাই সাংবিধানিক প্রতিষ্ঠানের লক্ষ্য।

 

এ সম্পর্কিত আরও খবর